সোমবার , ১৪ অক্টোবর ২০২৪

মোংলায় আওয়ামী লীগের বিজয় র‍্যালী ও সমাবেশ

॥ ইউসুফ সুমন, বাগেরহাট প্রতিনিধি ॥

মোংলায় আওয়ামী লীগের বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ডিসেম্বর উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিজয় র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

সমাবেশে বক্তারা নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য এখন থেকে ভোটের দিন পর্যন্ত সকল নেতা-কর্মীদের মাঠে থাকার আহবান জানান। সেই সাথে ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতির জন্য সকলকে কাজ করাও আহবান জানানো হয়।

পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ,ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস,

সাবেক পৌর মেয়র শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, কাউন্সিলর জি এম আল আমনি, কাউন্সিলর মজনু গাজী ও মোংলা লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু।

সমাবেশে বক্তারা নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য এখন থেকে ভোটের দিন পর্যন্ত সকল নেতা-কর্মীদের মাঠে থাকার আহবান জানান। সেই সাথে ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতির জন্য সকলকে কাজ করাও আহবান জানানো হয়।

Check Also

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ …