Monday , 19 January 2026

গোয়ালন্দে আয়েশা আলীনেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ সূচনা

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রা জবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইসলামের আলোকে ধর্মীয় শিক্ষার বিস্তার ঘটাতে আয়েশা আলীনেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুর ২ ঘটিকার সময় চর দৌলতদিয়া হামিদ মৃধার হাট রহমত প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এ মহিলা মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন করা হয়।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইসলামের আলোকে ধর্মীয় শিক্ষার বিস্তার ঘটাতে আয়েশা আলীনেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

আয়েশা আলীনেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি, ও সাবেক ইউপি সদস্য জনাব মো: আলী নেওয়াজ মোল্লা এবং আয়েশা আলী নেওয়াজ মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জায়ামাতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি , অ্যাডভোকেট, মোশাররফ হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ পৌর শাখার আমির মো. জালাল উদ্দিন প্রামানিক,

জায়ামাতে ইসলামী গোয়ালন্দ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক, মেহেদুল হাসান আক্কাস, জায়ামাতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার আমির, মোঃ আনোয়ার শেখ, জায়ামাতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার, সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ , আদর্শ শিক্ষা ফেডারেশন গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি, মোঃ আব্বাস আলী, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা জামিল রহমান ফরিদী

Check Also

সুবর্ণচরে আব্দুর রব বাজারে দাখিল মাদ্রাসায় সবক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥ নো য়াখালীর সুবর্ণচরে আব্দুর রব বাজার দাখিল মাদ্রাসায় …