শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪

“বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের কেয়ারটেকার মফিজের ৪৩ বছরের ইতি”

॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥

বান্দুরা হলিক্রস স্কুলে পড়তে গিয়ে তার বিচিত্র চুল দাড়ি দেখে ভড়কে যায়নি এমন ছাত্রের সংখ্যা খুব কমই আছে। কারো কাছে তিনি মফিজ ভাই, আবার কেউ কেউ তাকে ভালোবেসে ডাকে মামা।

 

 

প্রকৃতির নিয়ম মেনে তাঁকেও যেতে হলো অবসরে। তাঁর চোখের কোনে আসা এই জলে মিশে আছে ভালোবাসা, শ্রদ্ধা আর কাজের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতা।

হলিক্রসের সবুজ প্রাঙ্গণে তিনি কাটিয়েছেন সুদীর্ঘ ৪৩ বছরের এক রঙিন কর্মজীবন। এই দিনগুলোতে মফিজ মামার হাতেই তো হলিক্রসের সকাল শুরু হতো। মালি যেমন তার বাগানের প্রতিটি ফুলের যত্ন করেন ঠিক তেমনি আমাদের মামাও প্রিয় স্কুল প্রাঙ্গণের প্রতিটি ইটের যত্ন করেছেন তার নিজ হাতের পরম মমতায়।এই ৪৩ বছরে শত-সহস্র ছাত্র পাশ করে বের হয়ে গেছে যারা আজও মফিজ মামাকে স্মরণ করে আড্ডায়, গল্পে আর স্মৃতিচারণে।

প্রকৃতির নিয়ম মেনে তাঁকেও যেতে হলো অবসরে। তাঁর চোখের কোনে আসা এই জলে মিশে আছে ভালোবাসা, শ্রদ্ধা আর কাজের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতা।

সকল সমস্যার সমাধান এই পান খাওয়া মানুষটার প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। অবসর জীবনের দিনগুলো তাঁর কাটবে প্রিয় প্রাঙ্গণের সাথে জড়ানো স্মৃতিগুলো ভেবেই। মহান আল্লাহ পাক আমাদের ‘সুপারম্যান’ মফিজ মামাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।

Check Also

সলংগায় আরিফ প্রি-ক্যাডেট স্কুল’র মা সমাবেশ পালিত।

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ আজ ৭ই সেপ্টেম্বর-২০২৪ রোজ-শনিবার অভিভাবক (মা) সমাবেশ অনুষ্ঠিত …