Wednesday , 11 December 2024
এ আর আজাদ সোহেল

নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পিন্টু’ কে ব্রাদার্স ইউনিয়নের সংবর্ধনা

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নোয়াখালীর ঐতিহ্যবাহী ক্রিড়া সংগঠন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বর্তমান সাধারন সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।

 

 

ব্রাদার্স ইউনিয়ন নোয়াখালীর সভাপতি নাসিমুল হক নাসিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির সদস্যবৃন্দ, জেলার ক্রীড়াবিদ ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ।

শনিবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নোয়াখালী জেলা শহর মাইজদীর গ্রীন হল কনভেনশন সেন্টারে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

ব্রাদার্স ইউনিয়ন নোয়াখালীর সভাপতি নাসিমুল হক নাসিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির সদস্যবৃন্দ, জেলার ক্রীড়াবিদ ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ।

এসময় বক্তব্যকালে বক্তারা বলেন, আবদুল ওয়াদুদ পিন্টু শুধু রাজনীতির মাঠেই নয় তিনি জেলার ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সামাজিক ও সাংস্কৃতিক কাজের পাশাপাশি তিনি ক্রীড়াঙ্গনে নিজেকে জড়িয়ে রেখেছেন । পিন্টুর নেতৃত্বে৷ আগামী দিনে নোয়াখালীর ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …