Thursday , 21 November 2024

গোয়ালন্দে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ই আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মহাসড়ক দিয়ে পৌর জামতলা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা,

দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেনসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Check Also

মোংলায় রান্না ঘর থেকে আগুনে পুরলো দিন মজুরের মাথা গোজার ঠাই

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় আগুনে পুড়ে ছাই হয়েছে এক দিন মজুরের …