Sunday , 19 October 2025

প্রতিবন্ধী বৃদ্ধাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করল বেলকুচি থানা পুলিশ

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

মননি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়া খারুয়া গ্ৰামে। গতকাল শনিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকার দিকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার ১ নং ওয়ার্ড এর অন্তগত
বেড়াখারুয়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে
মোঃ আলামিন ইসলাম (২৫), আকলিমা খাতুন (৬০) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধাকে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করলে ভিকটিম আকলিমা খাতুন চিৎকার শুরু করে ।

 

বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম তাংক্ষনিক পুলিশ ফোর্স পাঠায় । পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিম আকলিমা খাতুন কে উদ্ধার করে ও আলামিন ইসলামকে আটক করে।

চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আলামিন বৃদ্ধাকে ছেড়ে দেয়। পরে এলাকাবাসী ও আকলিমা খাতুনের ছেলে হযরত আলী (১৮) বিষয়টি বেলকুচি থানা পুলিশকে জানাইলে । বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম তাংক্ষনিক পুলিশ ফোর্স পাঠায় । পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিম আকলিমা খাতুন কে উদ্ধার করে ও আলামিন ইসলামকে আটক করে।

বর্তমানে অভিযুক্ত আসামি থানা হেফাজতে আছে। এলাকাবাসী ও পুলিশ সৃত্রে জানা যায় আলামিনের মায়ের বিবাহের পর হইতেই নানা মৃত ইমান আলীর বাড়ি বেড়া খারুয়া গ্রামে ২ বোন বসবাস করতেন।

আকলিমা খাতুন প্রতিবন্ধী হওয়ায় আলামিন প্রায় সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত এবং প্রাণ নাসের হুমকি দিত। ফলে আলামিন এবং তার প্রতিবন্ধী খালা আকলিমা খাতুনের পরিবারে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এই মনমালিন্যের কারণে গতকাল সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সময় আলামিন ইসলাম তার প্রতিবন্ধী খালা আকলিমা খাতুন কে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে হত্যা করার উদ্দেশ্যে নিয়ে যেতে চায়।

Check Also

সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের বদলিজনীত বিদায় সংবর্ধনা:

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ র বিবার ১৯ অক্টোবর ২০২৫. সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে …