॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥
বাংলাদেশ বীরের জাতি এই জাতি দেশের যেকোন ক্লান্তিকাল মুহূর্তে ঘুরে দাড়াতে পারে। মোট কথা বাঙালি পরিশ্রমী জাতি বলে কখনো পিছিয়ে পড়িনি। রবিবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ঢাকা জেলার প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ কথা বলেন।
মমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, অর্থসংকটময় বিশ্বে প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা কল্পনীয়। দেশ প্রেম না থাকলে এমনটা হওয়া সম্ভব নয়।
জেলা প্রশাসক বলেন, ক্রিকেটের মধ্য দিয়ে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। নারী ফুটবলারা বিভিন্ন দেশ হতে চ্যাম্পিয়ন হয়ে আসছে। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী পুরুষ ফুটবলারদের প্রতি নজর দিয়েছেন। খুব শিগগিরই নারীদের মত পুরুষ ফুটবল দলও ভালো করবে।
মমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, অর্থসংকটময় বিশ্বে প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা কল্পনীয়। দেশ প্রেম না থাকলে এমনটা হওয়া সম্ভব নয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, শাহজালাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা ।
এসময় অন্যদের মধ্যে দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল হালিম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া কিসমত, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বাহ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদ সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।