Saturday , 18 January 2025

চান্দিনা উপজেলা শহীদ মিনারে সংসদ সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

॥ বাবু মীর, কুমিল্লা জেলা প্রতিনিধি ॥

মর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কুমিল্লা-৭ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শ্রী তাপস শীল, ও ভূমি সরকারি উম্মে হাবিবা সহ সর্বস্তরের পক্ষ থেকে চান্দিনা উপজেলা শহীদ মিনারে পুষ্পবস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

 

এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি….. বাজানো হয়। কুমিল্লা-৭ সংসদ সদস্য পুষ্পবস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

রাত ১২টা ১মিনিটে প্রথমে কুমিল্লা -৭ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত অমর একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় জাতি ভাষাশহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং পরে প্রশাসনিক বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জাতীয় সাংবাদিক সংস্থা চান্দিনা উপজেলা শাখাসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি….. বাজানো হয়। কুমিল্লা-৭ সংসদ সদস্য পুষ্পবস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এডবোকেট মোহাম্মদ আল-আমিন ও মুক্তিযোদ্ধা থানা কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু তপন কুমার বক্সি ও মাইজখার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, সাবেক মেয়র মো: মফিজ ভূইয়া, ও অন্যান্য অঙ্গ সংগঠনসহ দলীয় নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থা চান্দিনা উপজেলা শাখার সভাপতি কাজী আব্দুল রাজ্জাক রাশেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ইমরান, ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক মীর মোশাররফ হোসেন বাবু সহ সংস্থাটির অন্যান্য সদস্য সহ সর্বসাধারণ নারী পুরুষ সকলে উপস্থিত ছিলেন।

Check Also

সুবর্নচরে চেয়ারম্যানের বাড়িতে হামলা,ভাংচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নোয়াখালীর সুবর্ণচর ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের …