Tuesday , 18 February 2025

অস্ত্র ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুই দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুইসন্ত্রাসীকে আটক করেছেন মোংলা কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়।

 

 

অভিযানকারীরা ঘটনাস্থল থেকে দুটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগোলাবারুদসহ আটককৃত সন্ত্রাসীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত সন্ত্রাসীরা হলেন- মোঃ মাসুম বিল্লাহ (৪৫) ও মোঃ শফিউল্লাহ খাঁ (৩০)। এদের বাড়ী সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামে। কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মুনতাসির ইবনে মহসিন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে কয়রা কোস্ট গার্ড ও পুলিশ সাতক্ষীরার শ্যামনগর থানার গাগরামারি এলাকায় যৌথ অভিযান চালান।


ওই সময় অভিযানকারীরা ঘটনাস্থল থেকে দুটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগোলাবারুদসহ আটককৃত সন্ত্রাসীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

সাতক্ষীরায় আশার উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ‘আশা’র উদ্যোগে মৎস্য চাষ ও …