Tuesday , 22 April 2025

মোংলা বন্দরে দানার প্রভাব নেই; পণ্য ওঠানামা স্বাভাবিক

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

ঘূর্ণিঝড় দানা ভারতের উড়িষ্যায় হানা দেওয়ার পর আপাতত সুন্দরবন উপকূল থেকে দূর্যোগ কেটে গেছে। আতংকমুক্ত হয়ে স্বশ্তির নিঃশ্বাস ফেলেছেন সুন্দরবন উপকূল সংলগ্ন মোংলার বাসিন্দারা।

 

এদিকে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য মতে আরও দুই একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোংলার উপকূলে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে এখানকার আবহাওয়া অনেকটা স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলের আকাশ রৌদ্রজ্বল তাই ভ্যাপসা গরমও পড়ছে। নেই বৃষ্টি ও বাতাস। শ্রমজীবিরা জীবিকার সন্ধানে বেরিয়েছেন। তবে শুক্রবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

এদিকে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য মতে আরও দুই একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোংলার উপকূলে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার সাইফুর রহমান ভূইয়া বলেন, স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ। গতকাল দূর্যোগের প্রভাবে ভারী বৃষ্টির কারণে সাতটি জাহাজে পন্য ওঠা- নামার কাজ ব্যাহত হয়েছিল। কিন্তু এখন পুরো দমে সেসব জাহাজ থেকে পন্য খালাস চলছে।

Check Also

তেঁতুলিয়ায় কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মাধ্যমে পুরস্কার বিতরণ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেঁতুলিয়ায় কিশোর-কিশোরীদের ক্রীড়া …