Thursday , 21 November 2024
উত্তম সাহা হাতিয়া

বাবার মৃত্যু বার্ষিকীতে উৎসর্গ , হাতিয়া দ্বীপের ইতিহাস মোড়ক উন্মোচন।

॥ উত্তম সাহা হাতিয়া প্রতিনিধি ॥

২১/০১/২০২৩,হাতিয়ায় বাবার ১৭তম মৃত্যুবার্ষিকীতে হাতিয়া দ্বীপের ইতিহাস নামক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।।

শনিবার সকালে হাতিয়া উপজেলার পরিষদ মিলনায়তনে লেখক ফজলে এলাহী শাহীনের হাতিয়া বিষয়ক ঐতিহাসিক “গ্রন্থ হাতিয়া দ্বীপের ইতিহাস” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

 

হাতিয়া দ্বীপের ইতিহাস নামক বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি আয়েশা ফেরদাউস এমপি । পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আয়েশা ফেরদাউস এমপিকে হাতিয়া ৮৭ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষে থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৬ হাতিয়া আসনের এমপি আয়েশা ফেরদাউস। এতে বিশেষ অতিথি ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোঃ কেফায়েত উলস্ন্যাহ, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন, সাবেক অধ্যক্ষ একেএম মানছুরুল হক, লেখক ও গবেষক মোঃ ফখরুল ইসলাম, হরনী ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইটির লেখক ফজলে এলাহী শাহীন, প্রকাশক গোলাম ছারোয়ার, মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ মোঃ আজমির হোসেন, প্রধান শিক্ষক রহমত উলস্ন্যাহ বোরহান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাছান, সাবেক প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণচন্দ্র মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে হাতিয়া দ্বীপের ইতিহাস নামক বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি আয়েশা ফেরদাউস এমপি । পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আয়েশা ফেরদাউস এমপিকে হাতিয়া ৮৭ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষে থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Check Also

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মোংলায় সর্বসাধারণের …