সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
উত্তম সাহা হাতিয়া

হাতিয়া অন্যকে ফাঁসাতে গিয়ে নিজে ফাঁসল ১২০পিস ইয়েবা নিয়ে।

॥ উত্তম সাহা হাতিয়া প্রতিনিধি ॥

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (১৮ জানুয়ারী ) দুপুর ১ টায় হাতিয়ার আফাজিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

 

 স্থানীয় সূত্রে জানাযায় মদক কারবারি শাহিন পূর্বের শত্রুতার জের ধরে আফাজিয়া বাজারে ব্যবসায়ী (ব্রিকফিল্ডমাঝি) রাশেদের দোকানে রাখার চেষ্টা করেন,

আটককৃত মাদক কারবারি শাহিন (২৩) চরইশ্বর ইউনিয়নের ২নং ওর্য়াডের তালুকদার গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। স্থানীয় সূত্রে জানাযায় মদক কারবারি শাহিন পূর্বের শত্রুতার জের ধরে আফাজিয়া বাজারে ব্যবসায়ী(ব্রিকফিল্ডমাঝি) রাশেদের দোকানে রাখার চেষ্টা করেন, এ সময় হাতিয়া থানার এস,আই সঞ্জয় সিকদারের নেতৃত্বে মাদক কারবারি শাহিনকে ১২০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান , গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে আফাজিয়া বাজার থেকে শাহিন কে আটক করে । এ সময় তার নিকট থেকে ১২০ পিস ইয়াবা জব্দ করেন পুলিশ
সদস্যরা। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ।

Check Also

সলংগায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৫

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি …