Saturday , 12 July 2025

মোংলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ’র নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় নিষিদ্ব সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপির মোংলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমার্থকরা।

 

 

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন- রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগরা জয় বাংলা লিখেছে। জয় বাংলা যারা কায়েম করার চেষ্টা করছে তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগরা আর কখনোই তারা বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না।

ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্টে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়। সেদিন আনন্দ উল্লাসে মেতে উঠেছিল বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। আন্দোলনে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করেছিল বৈষম্যবিরোধী ছাত্ররা। হাসিনা পতনের মধ্য দিয়ে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। আর এসব হতাহতের ঘটনার স্মৃতিচিহ্ন হিসেবে রং-তুলি দিয়ে মোংলা শহরের বিভিন্ন স্থাপনার দেয়ালে ছবি, গ্রাফিতি ও লেখনিতে তুলে ধরে ছাত্রজনতা ও সাধারণ মানুষ ।

সম্প্রতি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

কিন্তু হঠাৎ করে সোমবার গভীররাতে ( সাড়ে ৩ টায়) মোংলা পৌরসভার দেয়ালসহ মোংলা পৌর শহরে বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। রাতের অন্ধকারে মোংলার ছাত্রলীগের কর্মী সমার্থকরা এই স্লোগানটি লিখে। এরপর ফেসবুকে সিসি টিভির ফুটেজ সহকারে তা ছড়িয়ে পড়ে। এতে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ‘জয় বাংলা’ লেখাটি স্প্রে পেইন্ট ব্যবহার করে মুছে দেওয়া হয় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা । পরে দেওয়ালে ‘জয় বাংলা’ লেখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন- রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগরা জয় বাংলা লিখেছে। জয় বাংলা যারা কায়েম করার চেষ্টা করছে তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগরা আর কখনোই তারা বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫টি বছর বাংলাদেশ কে গুজবে পরিণত করেছে। উন্নয়নের নামে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে।

গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে। বাংলার মাটিতে তা কখনো বাস্তবায়ন করতে দেয়া হবে না। এসময় তারা প্রশাসনের মাধ্যমে খুজে গ্রেফতার করে আইনের আওতায় আনার কড়া হুশিয়ারি দেন নেতৃবৃন্দরা ।

এসময় যুবদল নেতা সুমন মল্লিক, রতন মাহমুদ রাজা , নয়ন আকন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মোহন উদ্দিন, নুর উদ্দিন টুটুল, রাহাত হোসেন মুন্না, বেল্লাল হোসেন, শরিফুল ইসলাম মিঠু, মহাসিন পাটোয়ারী, নজরুল ইসলাম মনা, মোঃ জসিম খাঁন , মোঃ সোহাগ ও ছাত্রনেতা মীর সাগরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Check Also

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি ॥ ঢা কা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর …