রবিবার , ২১ জুলাই ২০২৪

মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

মোংলায় বয়োবৃদ্ধ নারী-পুরুষ অন্ধত্ব দুর করতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের মাদ্রসা রোডস্থ শেখ আব্দুল হাই ফাউন্ডেশনে আয়োজনে বিনামূল্যে প্রায় সাত শতাধিক বিভিন্ন এলাকার অসহায় ও গরিব মানুষদের চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

বাগেরহাট চক্ষু হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের ১০ জনের একটি টিম বিনামূল্যে মোংলা চক্ষু সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এ মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা সাদিয়া কাকলি।

দি ফ্রেড হলোস ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়া সরকার’র সহযোগীতায় এবং বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের বাস্তবায়ন ও তত্ববধানে এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

বাগেরহাট চক্ষু হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের ১০ জনের একটি টিম বিনামূল্যে মোংলা চক্ষু সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এ মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা সাদিয়া কাকলি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ কামরুজ্জামান জসিম, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন, দেশের কোন অসহায় বা বিনা চিকিৎসায় অবহেলীত ভাবে থাকবেনা। বর্তমান সরকার প্রত্যান্ত অঞ্চল পর্যন্ত চিকিৎসা সেবা পৌছে দিয়েছে। আমরা চাই মোংলা সহ এর আশপাশ এলাকার মানুষ সুচিকিৎসা পায় সে জন্য আমাকে যা যা করনীয় তার আমার মন্ত্রনালয় বা আমার নিজেস্ব পক্ষ থেকে আমি গরিব ও অসহায় মানুষের পাশে থাকবো।

অগে যে সব বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগ দেখাতে গেলে সিরিয়াল পেতে সময় লাগতো, এখন সেই সব চিকিৎসক মোংলায় নিজেরা এসে বিনামূল্যে মানুষের সেবা দিচ্ছে। তাতেই বোজা যায় সরকারের স্বাস্থ্য সেবাকে আরও এক ধাপ এগিয়েছে।

এমন মহতী উদ্যোগের তিনি সবসময় অসহায় মানুষের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এ ক্যাম্প থেকে রুগীদের আগামী শনিবার (৮ জুলাই) বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে বাছাই করা রোগীদের পর্যায ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …