Friday , 11 July 2025

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়শন নেতৃবৃন্দের মতবিনিময়

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা প্রতিনিধি ॥

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম’র সাথে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

মঙ্গলবার বিকাল ৫ টায় শহরের সুলতানপুরস্থ সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম’র নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সকল সেক্টরে দূর্নীতি বেড়েই চলছে। তিনি আরো বলেন, দূর্নীতিকে নির্মূল করা না গেলেও আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আমরা আরো এগিয়ে যেতাম।

মতবিনিময়কালে আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম বলেন, “আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এর মাত্রাটা অনেক বৃদ্ধি পেত যদি আমরা দূর্নীতিকে না বলতে পারতাম। সকল সেক্টরে দূর্নীতি বেড়েই চলছে। তিনি আরো বলেন, দূর্নীতিকে নির্মূল করা না গেলেও আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আমরা আরো এগিয়ে যেতাম।

তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আহবান জানান। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান। সাথে সাথে এ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, সাংগঠনিক সম্পাদক হাসান গফুর, অর্থ সম্পাদক শাহনেওয়াজ মাহমুদ রনি, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনি, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুস সামাদ, জি এম সোহরাব হোসেন, সাইফুল আযম খান মামুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন এ্যাসোসিয়শন’র সাধারণ সদস্য দৈনিক পত্রদূত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আলিম, দৈনিক একুৃশে সংবাদ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ মাসুদ আলী, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শাহাজাহান, দি ডেইলি মর্নিং অবজারভার পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ রুহুল আমিন,

সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ কামাল উদ্দীন সরদার, দি ডেইলি এজ পত্রিকার আতিকুজ্জামান প্রমুখ।

মতবিনিময় শেষে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়শনের পক্ষ থেকে আলহাজ¦ মোঃ নজরুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন নেতৃবৃন্দ।

Check Also

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি ॥ ঢা কা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর …