মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪

গোয়ালন্দে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টম্বর শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ২৬টি পূজা উদযাপন কমিটির সভপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

 

গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু।

সভায় পূজা উদযাপনের ১০ দিন আগ থেকেই উৎসব শুরুর ঘোষণা দেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি পূজা মন্দিরে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পাহারা প্রদানের জন্য কমিটি করার ঘোষণা দেন।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাড আসলাম মিয়া।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্ত্তীক ঘোষ, সাবেক সভাপতি গোবিন্দ মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন প্রমূখ।

Check Also

আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই….. …… মোঃ ইসমাইল সম্রাট

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নতুন নতুন করে মত প্রকাশের স্বাধীনতা …