Tuesday , 11 February 2025

নোয়াখালীতে ৮০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার।

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নোয়ানোখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকা থেকে নুর মোহাম্মদ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৮০ বোতন বিদেশি ব্যান্ডের মদ উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা টিম চৌমুহনী গনিপুর এলাকায় নাজমা ভিলা বসায় ভোর ৪টা -৯ টা পর্যন্ত ৫ ঘন্টা অভিযান চালিয়ে চোরাই পথ দিয়ে আসা বিদেশি ব্যান্ডের ৮০ বোতল মদ সহ নুর উদ্দিনকে আটক করে।

আটক নুর মোহাম্মদ(৫১) নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পুর্ব মাইছচরা গ্রামের সকিনার বাপের বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। ২৯ অক্টোবর (মঙ্গলবার) ভোর ৪টা থেকে ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা( ডিবি)’র অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা টিম চৌমুহনী গনিপুর এলাকায় নাজমা ভিলা বসায় ভোর ৪টা -৯ টা পর্যন্ত ৫ ঘন্টা অভিযান চালিয়ে চোরাই পথ দিয়ে আসা বিদেশি ব্যান্ডের ৮০ বোতল মদ সহ নুর উদ্দিনকে আটক করে। যার মুল্য আনুমানিক ৩ লক্ষ টাকা।এবিষয়ে মামলা রুজু করার প্রকৃয়া চলছে।

Check Also

ক্রেতার মৃত্যুতে কিস্তি মওকুফ, আরও ৫০০০০ টাকা সহায়তা ওয়ালটনের 

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র …