Wednesday , 14 January 2026

রায়গঞ্জে কাজী ফার্মসের ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কাজী ফার্মসের একটি পণ্যবাহী ট্রাকের চাপায় হারান চন্দ্র মাহাতো (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পায়ের সমস্যায় ভোগা হারান চন্দ্র মাহাতো বাজার থেকে বাড়ি ফেরার পথে ক্ষীরতলা–বাটিকামারি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত হারান চন্দ্র মাহাতো ক্ষীরতলা এলাকার বাসিন্দা এবং কালীচরণ মাহাতোর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পায়ের সমস্যায় ভোগা হারান চন্দ্র মাহাতো বাজার থেকে বাড়ি ফেরার পথে ক্ষীরতলা–বাটিকামারি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Check Also

উল্লাপাড়ায় জনপ্রিয় হয়ে উঠছে কালোজিরা চাষ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দিন দিন জনপ্রিয় …