Saturday , 13 December 2025

বাগেরহাট -৩ আসনে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

॥ মাসুদ রানা, মোংলা প্রতিনিধি ॥

বাগেরহাট-৩ আসনে (রামপাল- মোংলা) প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

 

এখানে ৯৬টি কেন্দ্রই ঝুকিপূর্ণ চিহ্নিত করে নৌ সেনা, পুলিস, র‍্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার দুপুর ১ টায় মোংলা উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার বাদে ব্যালট বাক্স, কলম, কালিসহ প্রায় ৬০ ধরনের মালামাল পাঠানো হয়। এসময় এ আসনের ৯৬টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরাঞ্জামাদি বুঝে নেন।

এখানে ৯৬টি কেন্দ্রই ঝুকিপূর্ণ চিহ্নিত করে নৌ সেনা, পুলিস, র‍্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব রকমের প্রস্তুতি গ্রহন করেছেন স্থানীয় প্রশাসন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম।

Check Also

মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের ভাই মাকসুদুর রহমান হারুন আজ ১৩ ডিসেম্বর বিকালে মোংলা শ্রমিক সংঘের সামনে ইজিবাইক দুর্ঘটনায় নিহত

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ হে টে যাওয়ার সময় পিছন থেকে ইজিবাইক বেপরোয়া …