সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালী -৬ হাতিয়া মোহাম্মদ আলী বিজয়ী

।। আরজু আক্তার, হাতিয়া প্রতিনিধি।।  

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী এক লাখ ৯৩ হাজার ৭শত ১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

 

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া আক্তার লাকী উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনের ফলাফলা ঘোষণায় নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণ করেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বিত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমান পেয়েছেন -৫ হাজার ৯শত ৩৬ ভোট। হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া আক্তার লাকী উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনের ফলাফলা ঘোষণায় নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণ করেন।

এছাড়াও জাগ্রত বাংলাদেশ জেবিডি কর্তৃক বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক ছড়ি প্রতীক নিয়ে – ৪ হাজার ৭শত ৩৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ৮ তারিখ সকালে হাতিয়ার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের সাথে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন।

Check Also

সলংগায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৫

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি …