শুক্রবার , ২৬ জুলাই ২০২৪

সুন্দরবনে ৩ বাঘের দখলে বন কার্যালয়

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

সুন্দরবনে প্রায় ২৪ ঘণ্টা ধরে একটি বন কার্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করছে ৩টি রয়েল বেঙ্গল টাইগার। এতে আতঙ্কে আছেন ওই বন কার্যালয়ের ৫ বনরক্ষী।

 

বনরক্ষীরা ২টি বাঘের ছবিও তুলেছেন। কিন্তু, বাঘের ঘোরাঘুরিতে ওই ফরেস্ট অফিস এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর এলাকায় ৩টি বাঘ ঘুরে বেড়াচ্ছে। বাঘ ৩টি ওই ফরেস্ট অফিসের আাশপাশ দিয়ে ঘুরছে। বনরক্ষীরা ২টি বাঘের ছবিও তুলেছেন। কিন্তু, বাঘের ঘোরাঘুরিতে ওই ফরেস্ট অফিস এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শনিবার বিকেলে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো সামসুল আরেফীন এসব তথ্য জানান।

তিনি বলেন, এখন বাঘের প্রজনন মৌসুম। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজের মতো ঘোরাফেরা করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, ‘গতকাল দুপুর ২টার দিকে ৩টি বাঘ আমাদের অফিস প্রাঙ্গনে ঢুকে পড়ে। আজ বিকেল পর্যন্ত বাঘগুলো দেখা গেছে।’

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …