Thursday , 21 November 2024

চাটখিলে অনিয়মের কারণে চার বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

॥ জি এম শাকিল, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি ॥

চাটখিলে রবিবার (২৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

 

 

নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ ও ভোক্তা অধিকার আইন, ২০০৯ মোতাবেক হাসপাতালগুলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখা ও পরীক্ষা-নিরীক্ষায় নির্ধারিত মূল্য তালিকা থেকে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে চাটখিল ডায়াগনস্টিক সেন্টারকে (সিডিসি) ৫ হাজার টাকা; লাইসেন্স নবায়ন না থাকা, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখা, ডাক্তার না হয়েও ব্যবস্থাপত্র প্রদান করায় মনির ডেন্টালকে ২০ হাজার টাকা;

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে কিডনি পরীক্ষা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, নিয়মিত হাজিরা খাতাসহ বিভিন্ন কাগজপত্রে অনিয়ম ও লাইসেন্স নবায়ন না থাকায় আল-বারাকা হাসপাতালকে ২০ হাজার টাকা; পরীক্ষা-নিরীক্ষায় মূল্য তালিকা থেকে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে এহসানিয়া হাসপাতালকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এসময়ে এক্সরে টেকনিশিয়ান না থাকায় এহসানিয়া হাসপাতালের এক্সরে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ ও ভোক্তা অধিকার আইন, ২০০৯ মোতাবেক হাসপাতালগুলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: শহিদুল ইসলাম নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: ফয়সাল, উপজেলা স্যানিটারি ইন্সপেকটর নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা ও চাটখিল থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন

Check Also

মোংলায় রান্না ঘর থেকে আগুনে পুরলো দিন মজুরের মাথা গোজার ঠাই

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় আগুনে পুড়ে ছাই হয়েছে এক দিন মজুরের …