Saturday , 18 January 2025

মোংলায় কৃষিবিদ শামীমুর রহমান শামীম’র পক্ষ থেকে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ

॥  বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মিঠাখালী ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

 

আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান, মিডিয়া কমিশন গঠন, সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নিবার্হী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম’র পক্ষ থেকে মোল্লা মেহেদী হাসান সবুজ যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ বাগেরহাট জেলা, মোংলা থানার সাধারণ সম্পাদক জিয়া পরিষদের নেতৃত্বে মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে
এ লিফলেট বিতরণ করা হয়।

দফাগুলোর মধ্যে রয়েছে, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান, মিডিয়া কমিশন গঠন, সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।

এ সময় এফএম ইয়াসিন যুগ্ন আহবায়ক বাংলাদেশের জাতীয়তাবাদী নাগরিক পরিষদ বাগেরহাট জেলা, মোহাম্মদ মঈন ছাত্রদল সদস্য সচিব মিঠাখালী ইউনিয়ন, মোহাম্মদ রাকিবুল ইসলাম রিয়াদ সাংগঠনিক সম্পাদক মিঠাখালী ইউনিয়ন, ছাত্রদল মিঠাখালী ইউনিয়ন মো তুহিনসহ বাগেরহাট জেলা ও বিএনপি স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সুবর্নচরে চেয়ারম্যানের বাড়িতে হামলা,ভাংচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নোয়াখালীর সুবর্ণচর ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের …