Tuesday , 3 December 2024

হাতিয়া নানান আয়োজনে বর্ষবরণ উদযাপন

॥ উত্তম সাহা, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল নয় ঘটিকায় আমন্ত্রিত অতিথি আগমনে সাথে সাথে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে মূল আনুষ্ঠিকতা শুরু হয়।পরে উপজেলা চত্বর হতে নানান আয়োজনের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা বের হয়।, শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট হয়ে উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়।

 

 

হাতিয়া শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়। প্রতিযোগিতায় হাতিয়ার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

এসময়‌ উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, সহকারী কমিশনার (ভূমি )মোঃ গোলাম সারওয়ার , হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন , হাতিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,। এসময় আরো উপস্থিত ছিলেন স্হানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি বর্গ, বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ছাত্র/ছাত্রী, সাংবাদিক সহ সাধারণ জনগণ।

পরে সকাল দশ ঘটিকায় হাতিয়া শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়। প্রতিযোগিতায় হাতিয়ার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

Check Also

মোংলা বন্দরের প্রভাবশালী সিবিএ’র সাবেক নেতা ফিরোজের চাকুরি শৃংখলা পরিপন্থির বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ১ মাসেও কার্যকরী হয়নি, নানা প্রশ্ন ও রহস্য

॥  নিজস্ব প্রতিবেদক, মোংলা ॥ মোংলা বন্দরের দোর্দন্ড প্রভাবশালী সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কর্তৃপক্ষের …