Monday , 19 January 2026

নির্বাচন ও গণভোট প্রচারে সিরাজগঞ্জ সফরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সো মবার ১৯ জানুয়ারী ২০২৬ বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ নূরজাহান বেগম মহোদয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রচার কার্যক্রম জোরদার করতে ১৯ জানুয়ারী সোমবার ২০২৬ সিরাজগঞ্জ জেলা সফর করেন।

 

 ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করেন। ১৯ জানুয়ারি বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে গণভোট ২০২৬ বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন । এ সময় সিরাজগঞ্জ জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে – প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মিজ্ নুরজাহান বেগম মহোদয় – মাননীয় উপদেষ্টা – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইদুর রহমান – সচিব স্বাস্থ্য সেবা বিভাগ – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সরকারি সফরসূচি অনুযায়ী, ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণ এবং মাঠপর্যায়ের প্রস্তুতি তদারকির অংশ হিসেবে এ সফরে তিনি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করেন। ১৯ জানুয়ারি বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে গণভোট ২০২৬ বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন । এ সময় সিরাজগঞ্জ জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি, জন-সচেতনতা বৃদ্ধি এবং ভোটার অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সফর ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ সময় বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ এবং উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

Check Also

পাংশা সরকারী কলেজ যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা সরকারী কলেজ যুব রেড …