সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪

দৌলতদিয়া লঞ্চ ঘাটে রিক্সাচালকের ওপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় রিক্সচালক মো: মিরাজ শেখের হত্যা করার পরিকল্পনাকারী চাঁদাবাজ গুন্ডাবাহিনী শাওন মন্ডল গংদের গ্রেফতার ও আইনী ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

চাঁদা দিতে অস্বীকার করায় মিরাজের উপর হামলা করে সন্ত্রাসীরা। আহত রিক্সা চালক মিরাজ শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

২২ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় দৌলতদিয়া ঘাট জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বাস টার্মিনাল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-,গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু। দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্ত্য হিসাবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম,

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সুলতান উদ্দিন আহাম্মদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খান, বিএনপি নেতা মো. আ. হালিম ফকির প্রমুখ।

উল্লেখ্য গত ১৮ আগষ্ট দৌলতদিয়া লঞ্চ ঘাটে রিক্সা চালক মিরাজের নিকট চাঁদা দাবি করেন শাওন মন্ডল গং। চাঁদা দিতে অস্বীকার করায় মিরাজের উপর হামলা করে সন্ত্রাসীরা। আহত রিক্সা চালক মিরাজ শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন- অবিলম্বে রিক্সাচালক মিরাজের উপর হত্যার পরিকল্পনাকারী শাওন মন্ডল গংদের কে গ্রেফতার করার দাবী জানান।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …