মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪

হাতিয়ায় মৌলিক অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন।।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীভাঙন রোধ, নিরাপদ নৌ-যোগাযোগ, স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন দপ্তরের দুর্ণীতি বন্ধ করণ সহ মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে হাতিয়ার সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন।

 

এছাড়াও দ্বীপের সরকারি দপ্তর সমূহের লাগাতার দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হুসিয়ারী দেওয়া হয়। দ্বীপের ৭ লাখ মানুষের জন্য একমাত্র সরকারি ৫০ শয্যার হাসপাতালকে আধুনিক সুবিধা সহ একশত ৫০ শয্যায় উন্নীত করণের জোরালো দাবি জানানো হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাতিয়া সুপার মার্কেট থেকে র্র্যালি নিয়ে হাতিয়া উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে সম্মলিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাঁচ শতাধিক সদস্য এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে তারা তুলে ধরেন, বিগত সরকার এবং এমপিরা নদী ভাঙ্গন রোধে চোখে পড়ার মত কোন প্রকল্প বাস্তবায়ন করেনি। তারা হাতিয়াকে লুটেফুটে খেয়েছে। এতে দ্বীপের সাধারন মানুষ তাদের উপর বিক্ষুব্ধ।

হাতিয়ায় দীর্ঘ ৫০ বছরের ও বেশী সময় ধরে নদী ভাঙনের শিকার পরিবার গুলোতে সরকারি অনুদান না পাওয়ায় তাদের মানবেতর জীবন যাপন, অব্যাহত নদী ভাঙনের স্থায়ী কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করায় মানববন্ধনে উপস্থিত সকলে ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়াও নলচিরা চেয়ারম্যানঘাট নৌরুটে দ্বীপবাসীর দীর্ঘ দিনের দাবি অনতিবিলম্বে ফেরি সার্ভিস চালু, ঢাকা হাতিয়া নৌ-রুটে যাত্রী হয়রানী বন্ধ করার আহবান জানানো হয়। এছাড়াও দ্বীপের সরকারি দপ্তর সমূহের লাগাতার দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হুসিয়ারী দেওয়া হয়। দ্বীপের ৭ লাখ মানুষের জন্য একমাত্র সরকারি ৫০ শয্যার হাসপাতালকে আধুনিক সুবিধা সহ একশত ৫০ শয্যায় উন্নীত করণের জোরালো দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে হাতিয়া নৌ বাহিনীর প্রধান,হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের তাদের দাবি গুলোর স্মারক লিপি প্রদান করেন।

এ সময় হাতিয়ার অনলাইন ও অফলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, হাতিয়া মানব কল্যান ফোরামের প্রতিনিধি যোবায়ের হোসেন, জাগ্রত দ্বীপ হাতিয়ার প্রতিনিধি মোহাম্মদ আলী, নিঝুম ব্লাড ফাউন্ডেশনের আয়াত হোসেন জুয়েল, হাতিয়া ছাত্র-যুব পরিষদ চট্রগ্রামের শাকিল আল মামুন, দ্বীপাঞ্চল হাতিয়ার অলি আহাম্মেদ জনি, উদয়ন এর ইসমাইল হোসেন তাফসীর, বাংলাদেশ কুটির এর মো: আজাদ, মানবিক হাতিয়ার মো: জুয়েল, আলোক বর্তিকার মো: জোনায়েদ ও হাতিয়া একতা ফাউন্ডেশনের মো: আব্দুর রব, আলোর প্রদীপ হাতিয়া নাহিদুল ইসলাম ফয়সাল প্রমূখ।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …