শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪

কবি আমি

গাজী সাইদুর রহমান

 

কবি আমি
আমার হাতে বিষাক্ত বেয়োনেট নেই
নেই বন্দুক, কামান কিংবা জলপাই রঙের ট্যাংক
আছে কলম মহাশক্তিশালী অস্ত্র
আমি নিরস্ত্র নই আমি সশস্ত্র।
যে অস্ত্র অসুর উল্লাসে চিৎকার করে না
করে না ঝাঁঝরা কারো বুক
ধ্বংস করে না মানুষ কিংবা মানবতা
কেড়ে নেয় না বাক কিংবা বাকস্বাধীনতা।
যে অস্ত্র ছিনিয়ে আনে সংস্কৃতি আর সভ্যতা
আনে অনাবিল শান্তির কাশফুলে পরশ
অপসংস্কৃতির পায়ে করে তীব্র কষাঘাত
আনে শান্তির সুবাতাস ধরায়।
যে অস্ত্র নাশে বৈরিতা গড়ে প্রেম মানবে মানবে
দানবের বুকে হানে বিষাক্ত বাণ
আনে নিষ্কণ্টক শুচি শুভ্র ফুল
গেঁথে মালা প্রেমিকের কণ্ঠে পরায়।
#বাংলাদেশ মিলিটারি একাডেমি, চট্টগ্রাম।

Check Also

নানা আয়োজনে রুদ্রের মৃত্যুবার্ষিকী পালন

॥ মাসুদ রানা, মোংলা প্রতিনিধি ॥ শ্রদ্ধ, গান, কবিতা আর আলোচনায় শুক্রবার কবির গ্রামের বাড়ী …