॥ নিজস্ব প্রতিনিধি ॥
আ জ ২৯/০৩/২৪ তারিখে এপেক্স ক্লাব বাংলাদেশ এর জেলা গভর্নর ২, মোস্তফা আল আতিক এর উপস্থিতিতে এতিমদের মাঝে ইফতার বিতরন করা হয়। জেলা গভর্নর ২, মোস্তফা আল আতিক এর পক্ষ থেকে সবুজকানন মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মাঝে ইফতার বিতরন করা হয়।
এপেক্স ক্লাব বাংলাদেশ প্রতি বছর রোজার মাস জুড়ে সমগ্র বাংলাদেশ এ ইফতার বিতরণ করে আসছে।
এতে উপস্থিত ছিলেন জেলা গভর্নর ২ এপে মোস্তফা আল আতিক, অতীত জেলা গভর্নর ২ এপে মাহবুবুর রহমান বিদ্যুৎ, সবুজকানন মসজিদ এর সভাপতি ও এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউন এর চার্টার্ড সেক্রেটারি এপে মনোয়ার হোসেন তৌফিক, এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউন থেকে সভাপতি এপে বাবর ও সেক্রেটারি এপে নিখিল,
এপেক্স ক্লাব অব ঢাকা মেট্রোপলিটন থেকে সভাপতি এপে ফাহাদ, এপেক্স ক্লাব অব জাহাঙ্গীর নগর থেকে এপে মৃদ্যুল সহ মাদ্রাসার ছাত্র ও শিক্ষক বৃন্দ। উল্লেখ্য যে ৬০ জন এতিমসহ ৭০ জনের জন্য ইফতার প্রদান করা হয়। সকল উপস্থিতি কে বিশেষ করে এপে মনোয়ার হোসেন তৌফিক কে আয়োজনটি সফল করার জন্য জেলা গভর্নর এর পক্ষ থেকে ধন্যবাদ