Tuesday , 20 May 2025

হাতিয়ায় অবৈধ ৯৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ! জনসম্মুখে পুড়িয়ে ছাই

॥আরজু আক্তার , হাতিয়া প্রতিনিধি ॥

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় তমরদ্দি বাজারে অভিযান চালিয়ে অবৈধ ৯৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এক ব্যাবসায়ী কে ৫ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট সুরাইয়া আক্তার লাকি।

 

তমরদ্দি লঞ্চ ঘাট এলাকায় নুকুল সাহা(৩৮) নামীয় এক ব্যাবসায়ীর কাছ থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ৯৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দ কৃত পলিথিনের বর্তমান আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৯২ হাজার টাকা ।

বুধবার (০৭ সেপ্টেম্বর ) দুপুর ২ টার দিকে হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমারদাস গোপন সংবাদ এর ভিত্তিতে সঙ্গীয় র্ফোস নিয়ে উপজেলার তমরদ্দি বাজারে লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালায়।

তমরদ্দি লঞ্চ ঘাট এলাকায় নুকুল সাহা(৩৮) নামীয় এক ব্যাবসায়ীর কাছ থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ৯৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দ কৃত পলিথিনের বর্তমান আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৯২ হাজার টাকা ।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারা ৬(ক)ধারা নুকুল সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ করা পলিথিন জনসম্মুখে পুড়য়ে বিনষ্ট করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, হাতিয়া কোস্ট বলেন আমাদের ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …