Saturday , 14 December 2024

মোংলায় নৌ বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ  গাজাঁ সহ মাদক ব্যাবসায়ী মাসুম আটক

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলা পৌর শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজাঁ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয় যৌথ বাহিনীর সদস্যরা। এর সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মাদক ব্যাবসায়ী মাসুমকে আটক করা হয়েছে।

 

 নৌ বাহিনীর সাথে একাত্রিত হয়ে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড কুমারখালী এলাকায় অভিযানে যায় নৌবাহিনী ও পুলিশের একটি টহল দল। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আরজি মাকোড়ঢোন এলাকার মাসুম ও তার সহযোগীরা মাদক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে প্রধান মাদক ব্যাবসায়ী মাসুমকে আটক করা হয়।

 রবিবার  রাতে শহরের কুমারখালী এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা সহ তাকে আটক করা হয়। এসময় যৌথ বাহিনীর টহল দলের উপস্থিতি টের পেয়ে গাঁজার পোটলা ফেলে অন্যন্য মাদক কারবারিরা পালিয়ে যায়।

নৌবাহিনীর বরাত দিয়ে মোংলা থানা পুলিশ জানায়, একদল মাদক কারবারি গাঁজার একটি বড় চালান নিয়ে মোংলায় প্রবেশ করছে এমন খবর আসে নৌবাহিনীর কাছে। গোপন সংবাদের সুত্র ধরে নৌ বাহিনীর সাথে একাত্রিত হয়ে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড কুমারখালী এলাকায় অভিযানে যায় নৌবাহিনী ও পুলিশের একটি টহল দল। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আরজি মাকোড়ঢোন এলাকার মাসুম ও তার সহযোগীরা মাদক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে প্রধান মাদক ব্যাবসায়ী মাসুমকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে দুইটি পোটলায় ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্বার করে যৌথ বাহিনীর সদস্যরা। আটক মাদক ব্যাবসায়ী মাসুম আরাজী মাকোরঢোন এলাকার মৃত্যু হাবিবুর রহমানের ছেলে। রাতে উদ্ধারকৃত গাঁজা মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার মামলা হয়েছে ।

মোংলা থানার ওসি মো: আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের সুত্রধরে কুমারখালী এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর সমন্বয় যৌথ বাহিনীর একটি দল। সেখান থেকে গাজাঁ সহ একজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে৷

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …