মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শুক্রবার বিকালে পাংশা সরকারী জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বৈষম্য বিরোধী সম্মিলিত নাগরিক শক্তি’র নেতৃবৃন্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে পাংশায় বধ্যভূমি ও শহীদ মিনারে বৈষম্য বিরোধী সম্মিলিত নাগরিক শক্তি’র শ্রদ্ধা

॥সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে রাজবাড়ী জেলার পাংশায় শুক্রবার (৯ আগস্ট) বিকালে বধ্যভূমি ও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে ‘বৈষম্য বিরোধী সম্মিলিত নাগরিক শক্তি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী সম্মিলিত নাগরিক শক্তি সংগঠনের নেতৃবৃন্দ পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদেরসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় পাংশা পৌর কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগঠক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ জামিল বলেন, ৫ আগস্ট বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আপনারা জাতি, ধর্ম নির্বিশেষে সকলে এই স্বাধীনতা উপভোগ করুন।

তিনি বলেন, বাংলাদেশ বদলে যাচ্ছে, বদলে যাওয়ার ধারাবাহিকতায় রাজবাড়ী-২ আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলাও বদলে যাবে। আমরা সকলে মিলে এখন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদসহ সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

হিজিবিজি চর্চা কেন্দ্রের পরিচালক আর্টিস্ট পাভেল রিয়াজ বলেন, শহীদদেরকে আমরা যেনো ভুলে না যাই। বাংলাদেশের নামের পাশাপাশি আমরা যেন শহীদদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করি। বৈষম্য বিরোধী সম্মিলিত নাগরিক শক্তির আহবায়ক তৈমুর হাসান বিপ্লব বলেন, আমরা নাগরিকরা এক হলে, সবাই মিলে উদ্যোগ নিলে বাংলাদেশ বদলে যাবে এবং দেশে কোনো বৈষম্য থাকবে না।

অন্যান্যের মধ্যে ভালোবাসার শহর পাংশা গ্রুপের সাগর সিকদার, পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শচীনন্দন দাস, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কে.এম নজরুল ইসলাম, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী, বৈষম্য বিরোধী সম্মিলিত নাগরিক শক্তি সংগঠনের সদস্য তন্ময়, দ্বীপ, ইসান ও রাকিব প্রমূখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাংবাদিক মোঃ মোক্তার হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এলজিইডির অবসরপ্রাপ্ত পর্যবেক্ষক মোঃ সফিকুর রহমান। অনুষ্ঠানে কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেনসহ বৈষম্য বিরোধী সম্মিলিত নাগরিক শক্তি সংগঠনের সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী সম্মিলিত নাগরিক শক্তি সংগঠনের নেতৃবৃন্দ পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদেরসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় শহীদ মিনার বেদীতে সংক্ষিপ্ত বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগঠক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ জামিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মৃতিকে চিরস্মরণীয় করতে কয়েকটি প্রস্তাব উত্থাপন করে বলেন, পাংশার টেম্পু স্ট্যান্ডের নাম শহীদ মুন্না স্মৃতি চত্তর, বারেক মোড়ের নাম শহীদ সাগর স্মৃতি চত্তর এবং পাংশা সরকারী কলজের গেইটের নাম ‘বিজয় ২৪ তোরণ’ নামকরণ করা এখন সময়ের দাবী।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …