Sunday , 24 November 2024

মোংলায় জমির সীমানা নিয়ে দন্ধে এক নারী রক্তাক্ত জখম

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে এক গৃহবধুকে মেরে রক্তাক্ত জখম করছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। (৮ অক্টোবর) রবিবার দুপুরে উপজেলার মিঠাখালীর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারধরে সময় ওই গৃহবধুকে একা পেয়ে তার পড়নের কাপর চোপর খুলে শ্লিলতাহানীর ঘটনারও অভিযোগ করেণ ভুক্তভোগী। এ ব্যাপারে মোংলা থানায় এজাহাজর দাখিল হয়েছে।

 

বিবাদীরা তার জমির ঘেরা বেড়া ভাংচুর করে বিভিন্ন রকম ভয়ভীতি ও সুযোগ পেলে পুনরায় তাকে মারপিট খুণ জখম করার হুমকি দিয়া চলে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় পারুল বেগমকে উদ্ধার করে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

থানায় দেয়া এজাহার সুত্রে ও ভুক্তভোগী মোসাঃ পারুল বেগম জানায়, প্রতিবেশীর আসামীদের সাথে তার জমির সীমানা নিয়া দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। প্রতিনিয়ত এ সকল জমি দখলকারীরা পারুল বেগমের পরিবারের সাথে ঝগড়া বিবাদ করা সহ নানা ভয়ভীতি দিয়ে আসছে তারা।

এরই ধারাবাহিকতায় তিনি বাড়িতে না থাকার সুবাধে তার জমিতে লাগানো গাছ কেটে ফেলে প্রতিবেশী অভিযুক্তরা। এমতাবস্থায় ৮ অক্টোবর দুপুরে পারুল বেগম বাড়িতে এসে জমির গাছ কাটা দেখতে পেয়ে প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করতে যায় তিনি। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে অকারনে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে আসামীরা।

এসময় গালিগালাজ করতে নিষেধ করায় বিবাদীরা সংঙ্গবদ্ধ হয়ে তার চুলের মুঠি ধরে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে। মারধরে এক পর্যায় তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। মারপিটের একপর্যায়ে আসামীরা তার পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদীরা তার জমির ঘেরা বেড়া ভাংচুর করে বিভিন্ন রকম ভয়ভীতি ও সুযোগ পেলে পুনরায় তাকে মারপিট খুণ জখম করার হুমকি দিয়া চলে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় পারুল বেগমকে উদ্ধার করে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, স্বামী মিজানুর রহমান বাড়িতে না থাকার সুবাধে পারুল বেগমকে একা পেয়ে প্রতিবেশীরা মারধর করে আহত করেছে। তবে তার বসত বাড়ির জমিটুকু ওই সকল দখলদাররা তাদের নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করে আসছে। আজ জমির গাছ কাঁটা নিয়ে দন্ধে মারধরে স্বীকার হয়েছে পারুল বেগম।

এ ঘটনায় রবিবার সন্ধ্যায় কয়েকজনকে আসামী করে মোংলা থানায় এজাহাজর দাখিল করেছে মারধরে স্বীকার ভুক্তভোগী পারুল বেগম।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়ীত্বপ্রাপ্ত চিকিৎসক বলেন, মারধরে ঘটনায় পারুল বেগম নামের একজন নারী এখানে ভর্তি হয়েছে। চিকিৎসা চলছে, দুই থেকে তিন দিন পর্য়বেক্ষনে থাকতে হবে তাকে, এখানে চিকিৎসা নিলে দ্রুত সুস্থ্য হয়ে উঠবে বলে জানায় তিনি।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ সামসুদ্দীন জানান, বাড়ির জমির সিমানার গাছ কাটাকে কেন্দ্র করে মারধরে এক নারী আহত হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই নারী পারুল বেগম। তদন্ত চলছে, প্রমানিত হলে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় এ কর্মকর্তা।

Check Also

মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে নারী সহ রক্তাক্ত জখম-৮

॥  বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে দুই পক্ষের নারী সহ ৮জন …