Wednesday , 11 December 2024

বর্তমান যুগে তথ্য প্রযুক্তি জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে-উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

র্তমান যুগে তথ্য প্রযুক্তি জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে। কম্পিটিশন বেড়ে গেছে। তাই সত্যিকারের জ্ঞান লাভের জন্য যা যা করা দরকার তাই করতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। যোগ্যতার পরিচয় দিয়ে প্রশাসনিক ক্যাডারে মোংলার ছাত্র-ছাত্রীদের জায়গা করে নিতে হবে। মোংলাতে স্কুল অব ফিউচার প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়া হয়েছে। ১৯ মার্চ রবিবার সকালে মোংলা সরকারি কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।

 

বইয়ের ভেতরে প্রবেশ করে জ্ঞানের রাজ্যে ডুব দিতে হবে। টেনে টুনে পাশ করে ছোট খাটো চাকরির প্রতিযোগিতায় অংশ নিলে হবেনা। সর্বোচ্চ প্রতিযোগিতায় অংশ নিয়ে যোগ্যতার পরিচয় দিয়ে যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

সকাল ১১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান,

বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ খান, মোংলা থানার ওসি তদন্ত বিকাশ চন্দ্র ঘোষ, অধ্যাপক গাজী তৈয়াবুর রহমান, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, অধ্যাপক বিপ্লব কান্তি মজুমদার, অধ্যাপক শামসু মোহাম্মদ ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মল্লিক অহিদুজ্জামান, ড. অসিত বসু, প্রভাষক কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক আনোয়ার হোসেন, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক বিশ্বজিৎ মন্ডল, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল উদ্দিন, প্রদর্শক সাইদুজ্জামান মিন্টু প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি আরো বলেন শুধু গোল্ডেন এ প্লাস পেলে হবেনা। বইয়ের ভেতরে প্রবেশ করে জ্ঞানের রাজ্যে ডুব দিতে হবে। টেনে টুনে পাশ করে ছোট খাটো চাকরির প্রতিযোগিতায় অংশ নিলে হবেনা। সর্বোচ্চ প্রতিযোগিতায় অংশ নিয়ে যোগ্যতার পরিচয় দিয়ে যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য্য।

প্রধান অতিথি উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি’র সম্মানে মানপত্র পাঠ করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে মোংলা সরকারি কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া অনুষ্ঠানে মোংলা সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …