Thursday , 4 December 2025

উল্লাপাড়ায় নিষেধাজ্ঞা সত্বেও চলছে বাদাই জালে পোনাসহ সব ধরণের মাছ ধরা

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি নিষেধাজ্ঞা সত্বেও বন্যার পানিতে তলিয়ে যাওয়া উন্মুক্ত মাঠ ঘাট থেকে বাদাই জালে পোনাসহ সব ধরণের মাছ ধরা হচ্ছে। এসব মাছ কেনাবেচা হচ্ছে এলাকার বিভিন্ন হাট বাজারে ।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উধুনিয়া ইউনিয়নের খাদুলী ও উধুনিয়া মাঠে বন্যার পানিতে বড় ধরণের বাদাই জাল ফেলে মাছ ধরা হচ্ছে । উধুনিয়া বাজারে বিকেলে পোনা মাছ বিক্রি করার সময় এক বিক্রেতা বলেন বাদাই জাল টেনে এ মাছ ধরেছেন।

এবারের বর্ষায় বন্যার পানি দেরিতে এসেছে। গত কয়েকদিন হলো বন্যার পানি বাড়ছে। এরই মধ্যে উপজেলার পাথার এলাকা উধুনিয়া ও বড় পাঙ্গাসী ইউনিয়নের মাঠ ঘাটগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে।

সরকারি নিষেধাজ্ঞা রয়েছে বন্যার পানিতে তলিয়ে যাওয়া মাঠ ঘাট জলাশয় থেকে বাদাই জাল কিংবা অন্য কোনো জালে সব ধরণের পোনামাছসহ ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রি করা যাবে না। সেখানে উধুনিয়া ইউনিয়ন এলাকায় বাদাই জালে অবাধে পোনাসহ সব ধরণের মাছ ধরা হচ্ছে। জানা গেছে রাতের শেষ ভাগে বাদাই জালে ধরা মাছ এলাকার গ্রামীণ হাট বাজার গুলোতে বিক্রি করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উধুনিয়া ইউনিয়নের খাদুলী ও উধুনিয়া মাঠে বন্যার পানিতে বড় ধরণের বাদাই জাল ফেলে মাছ ধরা হচ্ছে । উধুনিয়া বাজারে বিকেলে পোনা মাছ বিক্রি করার সময় এক বিক্রেতা বলেন বাদাই জাল টেনে এ মাছ ধরেছেন।

উল্লাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান বলেন, বিষয়টি মাঠে নেমে দেখা ও ব্যবস্থা নেওয়া হবে । উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে বাদাই জালে পোনা মাছ ধরা ও বিক্রি বন্ধে উপজেলা প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ নিবেন।

Check Also

ফুলবাড়ীতে যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন।

॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী …