Tuesday , 14 October 2025

পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বাকি বিল্লাহ’র সার্বিক সমন্বয়ে ফায়ার ফাইটার মশিউল ইসলাম মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন।

এ উপলক্ষে র‌্যালী, আলোচনা, ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সোমবার দুপুর ১২টার সময় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়।

পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ আমিনুল ইসলাম এবং পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেন প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বাকি বিল্লাহ’র সার্বিক সমন্বয়ে ফায়ার ফাইটার মশিউল ইসলাম মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন, পাংশা মডেল থানার এসআই সাজ্জাদ হোসেন শাওন ও পাংশা সরকারী কলেজের প্রভাষক শামীমা আক্তার মিনু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিএনসিসি, পাংশা সরকারী কলেজ রোভার স্কাউটস গ্রুপ এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

মোংলায় যুবককে পিটিয়ে হত্যা আটক দুইজন

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ মোং লায় পূর্ব শত্রুতার জেরে মহিদুল শেখ নামে …