॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
গণমাধ্যম সংশ্লিষ্ট সাংবাদিকদের পেশার সুরক্ষা আর অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, দেশ গঠনের ৫৩ বছরে সব পেশার সুরক্ষা, অধিকার নিশ্চিত করা হলেও গণমাধ্যম এবং সাংবাদিকতা পেশাটি অরক্ষিত রয়ে গেছে।
এ সময় সংগঠনটি ৩ যুগ ধরে দেশের সাংবাদিকতা পেশার সাথে জড়িত ১১ জন সাংবাদিককে যুগরত্ন সাংবাদিক সম্মাননা, ১০ জনকে দেশ সেরা সংবাদ সম্মাননা এবং ৪৫ জনকে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা ২০২৪ প্রদান করা হয়।
রবিবার (২৩ ডিসেম্বর-২৪) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বিএমএসএফের আয়োজনে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত বিজয় শোভাযাত্রা ও মিলনমেলায় বিএমএসএফ এর সারা বাংলাদেশের দেশবরন্য সাংবাদিকরা অংশগ্রহন করেন।
সরকার আসে, সরকার যায়। কিন্তু পেশাটির উন্নয়নে কেউ দায়িত্বশীল ভুমিকা রাখেনি। বিগত একযুগ ধরে আমরা পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালাসহ ১৪ দফা দাবি নিয়ে সংগ্রাম করেছি। কিন্তু এর কোন প্রতিফল পাচ্ছি না।
বিগত সরকারের প্রধানমন্ত্রী ২০১৮ সালে সাংবাদিকদের একটি তালিকা তৈরির ঘোষণা দিলেও তা গত ৭ বছরে আলোর মুখ দেখিনি। তিনি আরও বলেন সাংবাদিকরা জীবদ্দশায় উজাড় করে সবটুকু দিয়ে গেলেও দেশ, সমাজ বা রাষ্ট্র থেকে কিছুই পান না। তাই কোন সাংবাদিকের মৃত্যুর পরে তাঁকে সামাজিক মর্যাদায় সমাহিত করতে রাষ্ট্রের প্রতি দাবি তোলেন।
শোভাযাত্রা ও মিলন মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ট ইউনিভার্সিটির পরিবেশ ও বিজ্ঞান বিভাগের প্রধান, জলবায়ু গবেষক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ।
সাংবাদিকদের দাবি, অধিকার প্রসঙ্গে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক খান, কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি হাকিম রানা, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যুগরত্ন মমতাজ উদ্দিন বাহারী, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি,
দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক যুগরত্ন অধ্যাপক মো: ওসমান গনি, ইত্তেফাক প্রতিনিধি ভোলার যুগরত্ন সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি যুগরত্ন হাসান ঝন্টু, কালেরকন্ঠেের কুমিল্লা দেবীদ্বারের যুগরত্ন সাংবাদিক আতিকুর রহমান বাশার, ফরিদপুরের সাংবাদিক আবুল কালাম আজাদ, চকরিয়ার যুগরত্ন সাংবাদিক এম জাহেদ চৌধুরী, দেশ সেরা সংবাদ সম্মাননা প্রাপ্ত কক্সবাজারের যুগান্তর প্রতিনিধি জসিম উদ্দিন,
বরগুনার এনটিভির প্রতিনিধি সোহেল হাফিজ ও রংপুরের ডেইলি অবজারভার প্রতিনিধি লাবনী ইয়াসমিন, গাজীপুরের শীপুর শাখার সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, কবিরহাট উপজেলা শাখার সভাপতি জহিরুল হক জহির ও নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনকন্ঠের তাহমিন হক ববি প্রমূখ।
এ সময় সংগঠনটি ৩ যুগ ধরে দেশের সাংবাদিকতা পেশার সাথে জড়িত ১১ জন সাংবাদিককে যুগরত্ন সাংবাদিক সম্মাননা, ১০ জনকে দেশ সেরা সংবাদ সম্মাননা এবং ৪৫ জনকে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা ২০২৪ প্রদান করা হয়। এ আয়োজনে জলবায়ুর রিসার্চ এবং এম্বুলেন্স সেবা বিষয়ক পৃথক দুটি চুক্তি সম্পাদন করা হয়।