॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫.সিরাজগঞ্জ শহীদ এ, কে, শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাহান আরা উচ্চ বিদ্যালয় ০৭. উইকেটে সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় কে শোচনীয়ভাবে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন এর গৌরব অর্জন করেছেন।সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৭,ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮, রান সংগ্রহ করেন। অপরদিকে জাহান আরা উচ্চ বিদ্যালয় খেলা শুরু করে ১৬,ওভারে ৩,বল মোকাবেলা করে ৩, উইকেটের বিনিময়ে ১০৪,রান করে বিজয়ের গৌরব অর্জন করেন।
নির্ধারিত ৫০,ওভারের খেলায় সকালে জাহান আরা উচ্চ বিদ্যালয় টসে জয়লাভ করে, সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় কে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায়। সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৭,ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮, রান সংগ্রহ করেন। অপরদিকে জাহান আরা উচ্চ বিদ্যালয় খেলা শুরু করে ১৬,ওভারে ৩,বল মোকাবেলা করে ৩, উইকেটের বিনিময়ে ১০৪,রান করে বিজয়ের গৌরব অর্জন করেন।
উক্ত খেলায় ০৫,টি উইকেট লাভ করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন “রোমেল” জাহান আরা উচ্চ বিদ্যালয়। খেলা পরিচালনা করেন বিসিবি, আম্পায়ার আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ । স্কোরার মো: শান্ত হাবিব । ফাইনাল খেলা শেষে উভয় দলের মধ্যে ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জনাব, গণপতি রায়। জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য মো: নূরে এলাহির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান।
আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোস্তফা জামান। আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মো:রেজাউল করিম, জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকার সানোয়ার হোসেন, শরীরচর্চা শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষিকা শ্রীমতি নন্দিতা দাস,
ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মোমিন সরকার, আল আমিন শেখ, সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন,, ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। বিজয়ী টিম : জাহান আরা উচ্চ বিদ্যালয়ের যৌথ কোচ: মোঃ জহুরুল ইসলাম, (সহ:প্র: শিক্ষক). মো: সাজিদ আল হাসান( ছাত্র). দলনেতা হিসেবে উপস্থিত ছিলেন,মাহিন সরকার মন এবং অপু সরকার, আল-আমীন সরকার প্রমুখ:।