॥ বাগেরহাট প্রতিনিধি ॥
বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফে হযরত পীর সাহেব হুজুরের নিজ বাড়িতে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে দুই দিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল শুরু হচ্ছে। পীর সাহেব হুজুরের বাড়ীতে প্রতিষ্ঠিত হাবিবুল্লাহ আবাদ কামিল মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক এ ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নছিহত ও তাসরিফ করবেন ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান (রহঃ) এর পৌত্র পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবের পৌত্র পীরজাদা মাওলানা আবু নাসার মোহাম্মদ সাআদান সিদ্দিকী সাহেব কে.এম(কলি)।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বাদ জুমআ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে বার্ষিক এই ঈছালে ছওয়াব মাহফিল শেষ হবে।
এসময় আরও বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন বলে জানা গেছে । শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বাদ জুমআ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে বার্ষিক এই ঈছালে ছওয়াব মাহফিল শেষ হবে। তাই এই মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলিম গোষ্ঠীকে আমন্ত্রিত জানিয়েছেন ঝিলবুনিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ আব্দুর রহমান খাঁন
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল