শনিবার , ২০ জুলাই ২০২৪

মৃত বাঘের চামড়া সংরক্ষণ ও কংকালের স্কেলিটন তৈরি করেছে বনবিভাগ

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

দীর্ঘ এক বছর প্রচেষ্টার ফলে বাঘের একটি স্কেলিটন তৈরি করতে সক্ষম হয়েছেন বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা। সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকায় ২০২২ সালের ২৯ জানুয়ারী বয়স্কজনিত কারণে মারা যাওয়া বাঘটির এ স্কেলিটন করা হয়।

 

বয়স্কজনিত কারণে গত বছরের ২৯জানুয়ারী মারা যাওয়া বাঘটির চামড়া সংরক্ষণ ও হাড়গোড় দিয়ে একটি স্কেলিটন তৈরির উদ্যোগ নেয় বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাওলাদার আজাদ কবির জানান, বয়স্কজনিত কারণে গত বছরের ২৯জানুয়ারী মারা যাওয়া বাঘটির চামড়া সংরক্ষণ ও হাড়গোড় দিয়ে একটি স্কেলিটন তৈরির উদ্যোগ নেয় বনবিভাগ। এরপর থেকেই কাজ শুরু করে পুরো এক বছর লেগেছে মেডিসিন দিয়ে চামড়া সংরক্ষণ ও হাড়গোড় দিয়ে স্কেলিটন (বাঘের অভায়ভ) তৈরিতে।

চামড়া ও স্কেলিটন’র দীর্ঘ স্থায়িত্ব করার জন্যই ধাপে ধাপে প্রক্রিয়াজাত করায় লম্বা সময় লেগেছে। ভবিষ্যতে বাঘের এ চামড়া ও কংকালের স্কেলিটন পরিদর্শনের জন্য করমজল ইন্টারপিটিশন ও ইনফরমেশন সেন্টারে রাখা হবে। তবে কবে এগুলো রাখা হবে তার সময় এখন নির্ধারণ করতে পারেনি বনবিভাগ।

 

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …