Wednesday , 11 December 2024

চাটখিলে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা  প্রতিনিধি ॥

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের নির্দেশে, নোয়াখালীর চাটখিল উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

শনিবার (১১ সেপ্টম্ভর) বিকেল ৪ টায় জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলমের চাটখিল উপজেলা অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা ও আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানও জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান শিপন।

 সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে, বিএনপি – জামাতের আগুন সন্ত্রাসীর বিরুদ্ধে, দেশ-বিদেশের সকল অপশক্তির বিরুদ্ধে যুবলীগ সব সময় সোচ্চার। আগামী দিনের দেশের যেকোন ক্লান্তিকালে জনগণের জানমাল রক্ষার্থে যুবলীগ সবসময় মাঠে আছে এবং থাকবে।

শিপন বলেন, যুবলীগ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতিয়ার। তাঁর নির্দেশনায় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে যুবলীগ। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে, বিএনপি – জামাতের আগুন সন্ত্রাসীর বিরুদ্ধে, দেশ-বিদেশের সকল অপশক্তির বিরুদ্ধে যুবলীগ সব সময় সোচ্চার। আগামী দিনের দেশের যেকোন ক্লান্তিকালে জনগণের জানমাল রক্ষার্থে যুবলীগ সবসময় মাঠে আছে এবং থাকবে।

এসময় বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবিব সমীর, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ খান,

বদলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু,পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রায়হান গাজী, সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল আলম। এসময় দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া, মোনাজাত করা হয়।

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …