সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪

” আবৃত্তি আলোক “এর “কবি প্রনাম ” অনুষ্ঠান

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজঞ্জ) প্রতিনিধি ॥

ভারতের কলকাতার অন্যতম আবৃত্তির স্কুল “আবৃত্তি আলোক” এর ২৫শে বৈশাখ উপলক্ষে “কবি প্রনাম” অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আবৃত্তি আলোক এর ব্রাঞ্চ রবীন্দ্র সরণি ” র পরিচালনায় । অনুষ্ঠানে “আবৃত্তি আলোক” এর কর্ণধার এবং আন্তর্জতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট বাচিক শিল্পী গুরু মাতা মৌ পাঠক সিংহ মহাশয়া প্রথমে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্য দানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানান। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

 অনুষ্ঠানে “আবৃত্তি আলোক” এর কর্ণধার এবং আন্তর্জতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট বাচিক শিল্পী গুরু মাতা মৌ পাঠক সিংহ মহাশয়া প্রথমে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্য দানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানান।

তার পর একে একে সকল ছাত্র ছাত্রীরা কবির পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে । সকল ছাত্র ছাত্রী বা শিল্পীদের পরিবেশনা ছিলো উল্ল্যেখযোগ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রী সুদীপ পাঠক মহাশয় এবং আবৃত্তি পরিবেশন করেন ইন্দ্রানী ঘোষ , অর্কপ্রভ মিস্ত্রি, সোহানা আলী, শিকসা দাস, নম্রতা রায় চৌধুরী ,অস্মিতা দাস , ঈশানি ভাওয়াল, শুক্লা রায় , পারিজাত নস্কর, পল্লব নস্কর, সুদীপা সামন্ত, আয়ুশ মাইতি, দিকসায়ন হালদার, মিমি ব্যানার্জী পন্ডা, সায়ন্তনী ব্যানার্জী, অনুষ্কা মিত্র, অদ্বিতীয়া ম-ল ও আরো অনেকে ।আন্তরিকতা ও শ্রদ্ধায় ভরা ” কবি প্রনাম ” অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবি রাখে। সবশেষে গুরুমাতা মৌ পাঠক সিংহের কন্ঠে কবি কে শ্রদ্ধা জনিয়ে আবৃত্তি অনুষ্ঠানটিকে পূর্ণতা এনে দেয়।

Check Also

সলংগায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৫

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি …