সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু রোগীদের জন্য কিডস প্লে জোন চালু

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা শিশু রোগীদের জন্য কিডস প্লে জোন চালু করা হয়েছে। মঙ্গলবার ২০ আগস্ট সকালে এই কিডস প্লে জোনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ শাহিন হাসান জুয়েল।

 

হাসপাতালের বহিঃ বিভাগে ২-৭ বছর বয়সী শিশুরা এখন এই কিডস জোন এ খেলাধুলা করে তাদের সময়কে সুন্দর করে কাটাতে পারবে এবং সেবা নিতে পারবে।

তিনি জানান মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বহি‌ঃ বিভাগে দৈনিক প্রায় ৫০ এর অধিক শিশু রোগী তাদের অভিভাবকদের সাথে সেবা নিতে আসে। যেহেতু সেবা প্রদানকারীর সংকট চলছে, তাই অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেবা নেবার জন্য। এতে শিশুরা প্রায়শই অস্থির হয়ে যায়। অনেক সময় সেবা না নিয়েই চলে যায়।

শিশু রোগীদের এই অপেক্ষার সময়কে আনন্দদায়ক করতে বহিঃ বিভাগে আজ থেকে কিডস প্লে জোন চালু করা হয়েছে। হাসপাতালের বহিঃ বিভাগে ২-৭ বছর বয়সী শিশুরা এখন এই কিডস জোন এ খেলাধুলা করে তাদের সময়কে সুন্দর করে কাটাতে পারবে এবং সেবা নিতে পারবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ব্যবস্থাপনায় এই প্লে জোন চালু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …