Wednesday , 11 December 2024

নোবিপ্রবির সঙ্গে কোরিয়াটেকের সমঝোতা স্মারক স্বাক্ষর

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা  প্রতিনিধি ॥

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং কোরিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড এডুকেশন (কোরিয়াটেক) এর মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ২০২৩) নোবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম এবং কোরিয়াটেকের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়ো কিল স্যাং।

 

ভার্চুয়ালি যোগ দেন কোরিয়াটেকের এক্সটারনাল এ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. ন্যাম মিন চো এবং এ সংশ্লিষ্ট টিম। মূলত শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কোলাবরেশন সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান সিদ্দিকী।

ভার্চুয়ালি যোগ দেন কোরিয়াটেকের এক্সটারনাল এ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. ন্যাম মিন চো এবং এ সংশ্লিষ্ট টিম। মূলত শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসময় নোবিপ্রবির উপাচার্য বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কোরিয়াটেকের মধ্যে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এ ধরনের সমঝোতা চুক্তি দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক। আমি এর সাফল্য কামনা করিছি’ এসময় উপাচার্য চুক্তি সম্পাদনের সাথে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অভিনন্দন জানান।

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …