॥ লিটন আহমেদ (রানা) বিশেষ প্রতিনিধি ॥
আজ রবিবার সকাল ১১ টার সময় নবাবগঞ্জ উপজেলাধীন জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল উচ্চ বিদ্যালয়ের হলরুমে নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে প্রথম ধাপে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের “উদ্বোধনী অনুষ্ঠানের” প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক- মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে প্রথম ধাপে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের “উদ্বোধনী অনুষ্ঠানের” প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন
তিনি এ সময় প্রশিক্ষনার্থীদের লক্ষ্য করে বলেন- “নতুন বাংলাদেশ” – বিনির্মাণে দক্ষ মানব শক্তি তৈরি করাই ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মূল লক্ষ্য।
এছাড়া সামাজিক পুনর্গঠনে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখা,মাটি মানুষ ও সমাজের জন্য কাজ করা, শিক্ষিত বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থান তৈরিতে সহযোগিতা করা, চাকুরীর ক্ষেত্রে নিজেকে দক্ষ করে গড়ায় ভূমিকা রাখা ইত্যাদি বিষয়ে ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন – উপ মহাপরিচালক (প্রশিক্ষণ) – মো: রফিকুল ইসলাম (বিভিএম, পিভিএমএস), উপ মহাপরিচালক,ঢাকা রেঞ্জ, ঢাকা মো: আশরাফুল আলম(বিএএমএস) ও অন্যান্য সহপরিচালক মহোদয়গণ , ঢাকা জেলা কমান্ড্যান্ট – মো: আলমগীর শিকদার, নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদত হোসেন, আনসার ও ভিডিপি প্রশিক্ষীকা মৌসুমী আক্তার, ঘোষাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন মিঞা । এছাড়া এ সময়ে বিভিন্ন ইউনিয়নের দলনেতা- দলনেত্রী ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।