Saturday , 14 December 2024

রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা!!

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রায়পুরায় উপজেলার দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সবুজ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই মাসে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক শিকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রতিষ্টাকালীন আজীবনদাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব খন্দকার হারুন অর রশিদ, এসময় সাগত বক্তব্য রাখেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক কাজল ভূইয়া, প্রভাষক গোষ্টলাল দাস এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানে অভিভাবক সদস্য মোঃ শেখ রাশেদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ বকুল মিয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ ওবায়দুর রহমান, মোঃ ফায়েজ উদ্দিন, কাজী ফয়জুন নাহার প্রমূখ।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না।

মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না। কোরআন তেলওয়াত ও গীতাপাঠ এর মধ্যে দিয়ে স্মরণসভা শুরু করে, পরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করেন।

পরে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের স্মরণে বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। দোয়া মোনাজাত করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক সানাউল্লাহ।

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …