মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪

দোহারে বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥

ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ডায়গনস্টিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

 

সাধারণ জনগণের সুচিকিৎসা নিশ্চিতে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজ রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নানা অনিয়মের অভিযোগে জয়পাড়া ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার, ল্যাব কেয়ার ডায়গনস্টিককে ৩ হাজার, জনসেবা ক্লিনিককে ৩ হাজার, মুক্তি ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার, সমাধান ডায়গনস্টিককে ৫ হাজার, দোহার জেনারেল হাসপাতালকে ৫ হাজার এবং ঢাকা ডেন্টালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাধারণ জনগণের সুচিকিৎসা নিশ্চিতে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ডা. উম্মে হুমায়রা কানেতা, দোহার থানার এস আই মো. গিয়াস, স্যানেটারি কর্মকর্তা আনোয়ার হোসেন।

Check Also

নোয়াখালীতে ১৭টি আগ্নেয়াস্ত্র,২৭৭ রাউন্ড গুলি-মাদকসহ গ্রেপ্তার-৫

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র,গুলি, ও …