মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪

মোংলায় উপমন্ত্রীর বিভিন্ন মন্দির-মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

॥ ইউসুফ সুমন, বাগেরহাট প্রতিনিধি ॥

হাধুমধামে মোংলায় উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমী। ৩৬টি মন্দির-মন্ডপে পূজা-অর্চনাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে চলে মহা সপ্তমীর পূজা।

 

এদিকে শনিবার সকাল থেকেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার পৌর কেন্দ্রীয় বটতলা মন্দিরসহ অন্যান্য মন্দির-মন্ডপ পরিদর্শন করেছেন।

পূজায় পূর্ণার্থীদের ঢল যেন বিশাল মিলন মেলা ও উৎসবে রুপ নিয়েছে। বিভিন্ন এলাকার পূজাস্থলগুলোতে বসেছে মেলাও।

এদিকে শনিবার সকাল থেকেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার পৌর কেন্দ্রীয় বটতলা মন্দিরসহ অন্যান্য মন্দির-মন্ডপ পরিদর্শন করেছেন।

এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপমন্ত্রীর সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন।

Check Also

আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই….. …… মোঃ ইসমাইল সম্রাট

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নতুন নতুন করে মত প্রকাশের স্বাধীনতা …