Wednesday , 16 July 2025

মোংলায় বহুল আলোচিত ধর্নাঢ্য ব্যবসায়ী তালুকদার আখতার ফারুক গ্রেপ্তার

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলার বহুল আলোচিত ধর্নাঢ্য ব্যবসায়ী তালুকদার আখতার ফারুক (৬০) অবশেষে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। রোববার দিনে পুলিশ তাকে মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির মোংলা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করলেও সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেছিলেন। মামলায় তার বিরুদ্ধে দুশ্চরিত্র, লম্পট ও একাধিক বিবাহ পাগল মানুষ বলে অভিযোগ আনা হয়।

 

সর্বশেষ শনিবার রাত ৯ টার নিজ মালিকানাধীন শহরের সিঙ্গাপুর আবাসিক হোটেলে ওই নারীকে তালুকদার আখতার ফারুক ও তার হোটেলের ম্যানেজার আক্তার হোসেন মিলে মারধরসহ শারীরিক নির্যাতন চালায়।

মামলার বরাত দিয়ে মোংলা থানার পুলিশ জানায়, তালুকদার আখতার ফারুক বছর দুয়েক আগে জরিনা বেগম ৩৭ বছরের এক দরিদ্র নারীকে বিয়ে করার পর থেকেই নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ শনিবার রাত ৯ টার নিজ মালিকানাধীন শহরের সিঙ্গাপুর আবাসিক হোটেলে ওই নারীকে তালুকদার আখতার ফারুক ও তার হোটেলের ম্যানেজার আক্তার হোসেন মিলে মারধরসহ শারীরিক নির্যাতন চালায়।

মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাতেই মোংলা থানায় মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ আখতার ফারুক ও তার সহযোগী আক্তার হোসেনকে গ্রেপ্তার করে রোববার দুপুরে মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে।

উল্লেখ্য, বিপুল পরিমান অর্থ বৃত্তের মালিক হলেও তালুকদার আখতার ফারুকের বিরুদ্ধে ডজন ডজন বিয়ে করার কারণে তিনি শহরে বেশ সমালোচিত।

Check Also

উল্লাপাড়ায় সরকারী অফিস দখল করে জামায়াতের দলীয় কার্যালয়

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের …