॥ বাগেরহাট প্রতিনিধি ॥
মোংলায় ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ ও সহযোগী সকল সংগঠনের আয়োজনে মোংলা আ’লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেন দলীয় নেতাকর্মীরা ।
৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা আ’লীগ,
মোংলা উপজেলা, পৌর আ’লীগ ও সহোযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মোংলায় আ’লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মোংলা উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ বাবু সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ সভাপতি ইদ্রিস আলী ইজারাদার ,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,
পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজামান জসিম , পৌর আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম হোসেন বাবলু উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এইচ এম মিলন শিকারী, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহাজাহান সিদ্দিকী, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমী লিলা,
পৌর যুবলীগের সাধারণ সস্পাদক শেখ আল-মামুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুক বাপ্পী , উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, ছাত্রলীগ নেতা অপু সহ সকল পৌর কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, এবং আ’লীগের সকল সহোযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিল।
পরে বঙ্গবন্ধু সহ ৭৫ এ নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মোংলা উপজেলা আ’লীগ, মোংলা পোর্ট পৌরসভার মেয়র, কাউন্সিলর সহ মোংলা থানা পুলিশ ও পৌর আ’লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।